সালিশি পক্ষপাতিত্ব

গ্রামীন অঞ্চলে আদালতের বাইরে যে অবস্থা
কমবেশি সমস্যার ফলে এখনও যে বিদ্যমান
শান্তি শৃঙ্খলা বজায়েরও হয় সালিশি ব্যবস্থা।

ঝগড়া ও বিবাদ কিংবা মারামারির যত ঘটনা
মীমাংসা হয় গ্রাম্য বৈঠকে সালিশের মাধ্যমে
অনেকের ই ললাটে সটিক বিচারও জোটেনা।

দিনে দিনেও সেই গ্রাম্য সালিশি ব্যবস্থায় ঘটে
পক্ষপাতিত্ব রাজনীতি লেনদেন অবৈধ অর্থের
গ্রাম আদালতে বিচারের নামে প্রহসন ত বটে।

দেওয়া হচ্ছে ধামাচাপা ফৌজদারি কার্যবিধি
নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আর অপরাধের
মাত্রা বাড়ছে বেপরোয়া হয়ে উঠছে অপরাধী।

অমানুষিক নির্যাতনও অশালীন ভিডিও হলে
ইউপি সদস্যের কাছে সে বিচার চাইতে গেলে
বিচারের পরিবর্তেই ভয়ে পালিয়ে থাকা চলে।

ভিডিও প্রকাশের পর বিক্ষোভ হয় দেশবাসীর
গ্রেপ্তার হয় অভিযুক্তরা বেড়ে যায় সারাদেশে
নারী নির্যাতন পরে আইনও জারি হয় ফাঁসির।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *