সিঁধেল চোর !
এত ত্রস্তে যাচ্ছ ভাই
দীর্ঘ দিন অতিবাহিত
হয়ে গেলো কিন্তু এর
মধ্যে আর দেখা নাই।
সে বলে দিসনে জ্বালা
এলাকায় এক ঘটনার
ফলে অশান্তির জন্যে
চলছে কতো ঝামেলা!
একটি চোর ঢুকে ঘরে
মালামাল চুরির মুহুর্তে
গৃহকর্তার নিদ্রা ভেংগে
গেলে ঐ চোরকে ধরে!
চিৎকার চলে যা জোরে
আশ পাশ বাড়ির সদস্য
মিলে বেশ আঘাত করে
শেষে চোরটি গেল মরে!
এ সংবাদটি বিস্তৃত হয়
সাধারণ আরো সকল
নিরীহ জনতা পুলিশের
কঠোর নির্যাতন যা সয়!