সুখের মালা !
তুমি কেমন আছ রে ভাই
দীর্ঘদিন ধরে আমি বিরহ
বেদনায় ভোগছি এখনো
তোমার কোন দেখা নাই!
হায়রে দুর্ভাগ্যটা আমার
এতো ঘনিষ্ঠ ছিলাম যেন
কখনো ভাবতেই পারিনি
যে বিচ্ছেদ হবে তোমার!
বিরহ ব্যথায় কত জ্বালা
ভোগে যারা জানে তারা
তোমার সাক্ষাৎ দৈবাৎও
হলে পরাব সুখের মালা!
বিচ্ছেদের কতো না দু:খ
যদি দেখানো যেত হৃদয়
চিরে দিতাম দেখতে তুমি
যন্ত্রণায় ভরে আছে বুক!
সৃষ্টিকর্তা দয়াময় কতো
জ্বালা যন্ত্রণা কষ্টের মত
ব্যথা বেদনা যাতনা যত
রেহাই দেন শতো শতো!