সুখ সাচ্ছন্দ্য
জীবন খাতার পাতাও ঝরে
প্রতিটু মুহুর্ত সেকেন্ড মিনিট
ঘণ্টা দিন মাস বছর ও যুগ
এভাবে শেষ হয়ে যায় পরে।
মানুষ সীমিত সময়ের তরে
পৃথিবীর বুকে অবস্থান করে
অনেকেই যথাযথ মূল্যায়নে
শান্তি সমৃদ্ধিতে জীবন ভরে।
প্রত্যেক লোক ব্যস্ততায় চলে
উন্নতি উন্নয়নের উচ্চ শিখরে
অগ্রসর হওয়ার চেষ্টার ফলে
কতো সুখ আরো শান্তি মিলে।
সুখ আয়েশের সাধনায় যারা
নিয়মানুবর্তিতা সময় নিষ্ঠার
সাথে কাজ কর্ম করে জগতে
সুখ সাচ্ছন্দ্য ভোগ করে তারা।
প্রশান্তি ও সমৃদ্ধির যতো পথ
সব অর্জনে একাগ্রচিত্তে নিষ্ট
হয়ে গুরুত্ব সহকারে সকলে
কর্ম সম্পাদনে চলো যুগপৎ।