সুন্দরবন
গাছের আধিক্যের থাকা যত সুন্দরী
অসংখ্য জঙ্গল এবং বনভূমি থাকায়
বনের নাম রাখা হয়েছে সুন্দরবন।
সুন্দরবনের আক্ষরিক অর্থ সুন্দর
গাছ পালা বৃক্ষ তরুলতা সুবিন্যস্ত
আছে ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন।
টাইগার নিজেদের মধ্যে লড়তে থাকে
অস্বস্তিকর অবস্থায় তারা সুযোগে
মানুষের উপর ঝাঁপ দিয়ে পড়ে হাঁকে।
বঙ্গোপসাগর উপ কূলবর্তী যেই বন
যেথায় হিংস্র রয়েল বেঙ্গল টাইগার
প্রাণী, হত্যা করে যে মানুষ কত জন।
বসবাসকারী অধিকাংশ স্থানীয় পাখি
পাখিরা গাছে গাছে ডাল থেকে ডালে
খুশি করে কিচির মিচির ডাকি ডাকি।
জীব বৈচিত্র রক্ষার জন্য সুন্দরবনে
অধিক অভয়ারণ্য গড়ে তোলা হয়েছে
কিন্তু তারপরও প্রশান্তি নেই জনমনে।
বিগত দুইশ বছরে গেছে কমে অর্ধেক
সুন্দর বনের আয়তন এভাবে চললে
একশ বছরে হতে পারে বনের সবশেষ ।