সুবিধাবঞ্চিত শিশু
সুবিধাবঞ্চিত শিশুর সংখ্যা বিকেলে বাড়ে
হাতিরঝিলে মানুষের আনা গোনা সন্ধ্যার
পর থেকে এসব শিশুও কমতে শুরু করে
রাত বাড়তে থাকলে তারা যায় ঘরে ফিরে।
ছেলেটির খোলা আকাশের নিচেই ঘরবাড়ি
সে জীবন দু:খী ঘরে ফেরা হয় না কো তার
কেননা খোলা আকাশের নিচে হাতিরঝিল
এলাকায় রয় তাকে তার সবও গেছে ছাড়ি।
মসজিদের ওয়াশ রুমে গোসল করে আসে
কয়েক দিন পরে এভাবে বউবাজার সংলগ্ন
হাতিরঝিল এলাকায় দিন কেটে যাচ্ছে ওর
খেয়ে না খেয়ে সেথা রাত কাটে তার শেষে।
গভীর রাত হলে যে চোখ বুঝে আসে যখন
চটপটির টংয়ের দোকানের পেছনে গিয়েই
গা এলিয়ে রাতের নির্জনতা অন্ধকার আর
একাকিত্বকে ছেলেটি জয় করে নেয় তখন।
কোনো কিছুতে সে আর ভয় পায় না ফলে
তাই এমন স্বাধীন জীবনও ছাড়তে চায় না
তার সঙ্গে আলাপ চারিতার কিছু দিন পর
কৃষ্ণচূড়া গাছের নিচে পরিশ্রান্ত দেহে মিলে।