সৃষ্টির সেরা
আমরা মানব জাতি সৃষ্টির সেরা,
চলার পথে আঘাত দিবনা মোরা।
যদি কারে দেয় কেউ দিতে পারে ,
শক্তি তার চীর দিন থাকবে নারে।
যে ভাবেই যাহাকে কষ্ট দেয়া হয় ,
তার মনে সে দু:খ লুকিয়ে যে রয়।
সুযোগের সন্ধানে প্রতীক্ষায় থাকে,
প্রতিকার ঘঠাবে কোন এক ফাঁকে।
আশরাফুল মাখলুকাত যত ধরায়,
হানাহানিতে যেন কেউ না গড়ায়।
মুসলিম সকলই যেন, মোরা ভাই ভাই,
দুনিয়া ও আখিরাতে, শান্তি যেন পাই।