সে কতো একা
আদর সোহাগের নাতনী দু’টি
একটি আছে আমাদের সাথে
ছোট নাতনীটি দীর্ঘদিন হলো
বিদেশে চলে গেছে ওরা দুজন
ছিল সব সময়ের খেলার জুটি।
উভয়েরই বয়স কমি বেশি হয়
ছোটটি মোর এখন নেই দেশে
প্রতিদিন মোবাইলে কথা বলি
কখনো একটু আধটু কয় আর
যতো দৌড়াদৌড়িতে ব্যস্ত রয়।
কথা বলার ফাঁকেই সে খোঁজে
তার বড়ো আপুকে ওরা তখন
মনের মতো কতো কথা বলতে
থাকে কখনো ব্যস্ততায়ই কাটে
পুতুলদের রং রুপ সাজগুজে।
প্রবাসী নাতনী তার বোন ছাড়া
সেথায় থাকে বাসাতে সে একা
আত্নীয়স্বজন কখনো হয় দেখা
কোন দিন ছবি আঁকা ও লেখা
স্কুলে যেতে করে যা তাড়াহুড়া।
আল্লার কাছে শত প্রার্থনা করি
দেশ বিদেশে নাতনী দু’টি ও মা
বাবা সব আত্নীয় স্বজনও যারা
সকলকেই সুখ সাচ্ছন্দ্য আরাম
আয়েসে রাখতে খোদাকে স্মরি।