সৌভাগ্য প্রার্থনা
কে কার খবর রাখে এ বিশাল ভূমিতে
আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন অনেক
মানুষ যারা রাত পোহালেই ছড়িয়ে বা
ছিটিয়ে পড়ে ঘর থেকে বাহিরে গ্রামে
গঞ্জে দেশ বিদেশ যাত্রা করে জমিতে।
কেউ পায়ে হেঁটে নৌকা লঞ্চ জাহাজে
রিকশা গাড়ী ট্রেনে অনেকেতো আবার
উড়োজাহাজ হেলিকপ্টার যোগে একে
অপরের সহযোগিতায় দিন রাত সবাই
কাটায় মতানৈক্য নেই পরস্পর মাঝে।
প্রত্যেকের লক্ষ্য কতো থাকে ভিন্ন ভিন্ন
এরই মধ্যে কেউ সুখের যাত্রা করে যেন
শোভাযাত্রা আনন্দ উৎসব জন্ম উৎসব
সভা সিম্পোজিয়াম সমিতি আর বিয়ের
অনুষ্ঠান এসব আমোদ প্রমোদের জন্য।
অসংখ্য অগনিত লোকও তাদের ভাগ্য
দৈবাৎ ডেকে আনে বিবাদ বিসংবাদ ও
কতো শত দু:খ দুর্ভোগ দুর্গতি দু:সংবাদ
যতো কষ্ট ক্লেশ যাতনা পিড়ন সবগুলো
হতে খোদা মুক্ত রেখে দান কর সৌভাগ্য।