স্টক আর সিন্ডিকেট
অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়ায়
সিন্ডিকেট কারসাজি করে প্রায় সব
ধরনের পণ্যসহ বিভিন্ন প্রয়োজনীয়
সামগ্রীর দাম চুড়ান্তেও নিয়ে গড়ায়।
এক মাসের ব্যবধানে বেড়ে যায় যত
চাল ডাল তেল আটা ময়দা পেঁয়াজ
মসলা শাক সবজি ইত্যাদি দ্রব্যাদিই
রোজা মাসে অতিরিক্ত দাম হয় কত।
পণ্য সামগ্রীর দাম বেশ কমানো হয়
যেখানে ধর্মীয় উৎসবে বিশ্বের প্রচুর
দেশে সেখানে আমাদের দেশে এর
বিপরীত সব কিছুর যা চড়া দাম রয়।
জিম্মি হয় ক্রেতা যারা পণ্য ক্রয় করে
অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়ায়
সিন্ডিকেট করে এ মানসিকতা পরিহার
করে সৎ জীবন যেন চালুর পথ ধরে।
মালামাল স্টক বা সিন্ডিকেট নয় ঠিক
বাজারে দ্রব্যেরও ক্রাইসিস সৃষ্টি করে
কুচক্রী মহল তো ফায়দার সন্ধানে রয়
আল্লাহ যেন ওদেরকেও করেন সঠিক।