একক সত্তা
আল্লার সুন্দর নাম
আসমাউল হুসনা
জপন করে যারা
সারছে তারা কাম।
স্রষ্টার নামই তাঁর
আমরা সকলেই
প্রকাশ করি গর্বে
একক সত্তা যার।
গুণাবলি যেন কত
সীমাহীন দয়াবান
তাঁর করুণায় মোরা
উদ্ধার হব শত শত।
যতো অহংকার সবি কিন্তু পতনের মূলবুদ্ধিমানরা এ হেন দাম্ভিকতার মাধ্যমেকখনো করে রয়না এ রকম কোন ভুল! হঠাৎ কিছু পেয়ে যে আত্মাভিমান করেযা পাওয়ার এমন কোনো যোগ্যতা তোকোনো দিন অর্জন করেনি জীবন ভরে! যে ব্যক্তি আপনার সাথে অহংকারী হয়সর্বদা অহংকারই করে তার থেকে দূরেসরে বুদ্ধিমানের দৃষ্টান্তই রবে জগৎময়! অহংকার সুন্দর জীবন নষ্ট হওয়ার মূলতাই কখনো কোন…
জানি তুমি অনেক থাকো বিজিরিপ্লাই দেবে না আমার মেসেজএরপরেও সন্ধান করি রোজ ই। তোমাকে আমি শুধু বলতে চাইকতো স্নেহ করি আন্তরিকভাবেতোমা থেকে যেনো মহব্বত পাই। স্নেহের লোকটিকে দেখতে যাইনির্ধারিত স্থানে প্রতিক্ষা করেওশেষে তার তো কোন দেখা নাই। আরোও হৃদয় থাকে যদি ভালোতোমার সবকিছুতে তাহলে মনেহবে পৃথিবীকে জ্বেলেছে আলো। মনটা গো যদি ভাল রাখতে চাওগভীরভাবে হৃদ…
আনন্দ উল্লাসে নাতনিটি মোরপ্রতিদিন ফোনে এক দুই বারোকথা বলে এক রুম থেকে অন্যরুমে যায় হাসি খুশিতে কতোওআরোও জুরালো তার কন্ঠস্বর। কি ভংগিমাও কথা বলার তারমোবাইলে আলাপ করার সময়সে দাদুকে আবার তো কোনওসময়ে স্নেহের আপা মনিকে ইচায়ও দীর্ঘ সময় কথা হয় যার। নাতনির কথা বার্তায় হাসে সবমাঝে মধ্যে এমন যেনো কতোকিছু বলে মনে হয় তার যতোকথা…
অবিরাম বৃষ্টির জল,মাট ঘাট হয়েছে তল।গাছ পালা তরুলতা ,ভেসে গেছে যথাতথা।পশু-পাখির ভেঙ্গে আবাসন,হলো তারা সহ নির্বাসন।অথই পানির স্রোতের জুর,চুরমার হলো নদীর কূল।হিংস্র পশু বনের বীর ,তাদের গতি হয়েছে ধীর।সর্বত্রই জীবন মরণ খেলা,কাহারো নেই, কোন অবহেলা।বিপদ সংকুল পরিবেশ,অসংখ্য প্রাণীর নিঃশেষ।শ্রষ্টার কাছে জিবীত প্রাণ,কায়মনে প্রার্থনায় হবে ত্রাণ।
অনেক কথা বলার ছিলোবলা যায়নি তো প্রাণ খুলেরাত পোহালে কত আজবঘটনা সম্মুখে সমস্ত মিলে। প্রতিটি দিন-রজনী কতোঅগনিত দুর্গতি কিন্তু ঘটেকেহ জানেনা কবে কি যেকার ভাগ্যের মধ্যে জোটে। কিসের দৃষ্টান্ত কতো দিবোকোন সীমা সংখ্যা যে নাইযতো পারি তাই লিখে যাবআগামীতে সময় যদি পাই। কতো মানুষ সুখের জন্যেতারা সব কিছু ত্যাগ করেশত বাধা বিঘ্ন কেটে শেষেসুখ শান্তি…
যতো দিন যাচ্ছে বাড়ছেও রোগশিশু কিশোর ছোটো বড়ো আরআবাল বৃদ্ধ বনিতা করছে ভোগ। খাবার দাবার সব কিছু ভেজালফল ফলাদি কতো প্রয়োজনীয়দ্রব্যাদি কিছুতে নেই নির্ভেজাল। সৃষ্টিরও সেরা সকল মানব জাতিকাজে কর্মেই করছে ফাঁকি জুকিবিনষ্ট হয়েছে অনেকের মতিগতি। করতেই হবে তাদের উন্নতি লাভপরের ক্ষতি করে মুনাফা লোটেঅন্যদের টকানো যত মনোভাব। দুষ্কৃতিদের কারণেতে ভোগে যাইপ্রলোভন ধোকা টকানো থেকেইআল্লাহর…