স্নেহময়ী
জন্মিয়া প্রথম যেদিন শিশু পড়িল মাঠিতে ,
দাঁত নাই শক্তি নাই কোন কিছু ই খাইতে ।
ভাগ্য গুণে মায়ের বুকে দুধ টুকু ছিল,
জীব দিয়ে চুষে তাই জীবন বাঁচাল।
স্নেহময়ী মা জননী কি যে অনুরাগী,
অবাধ্য হলেও শিশু হয় না বিরাগী।
সন্তানের সুখে ব্যস্ত থাকে সারাক্ষণও,
দুঃখ কষ্ট কিছুই মনে করে না কখনো।
সন্তান ব্যথা পেলে কলিজা মা’র জ্বলে,
কতক্ষণে নিবারণ করতে পারে বলে ।
দূর্ভোগ দূর্গতি তার যত কিছুই হয় ,
মা জননীর অশান্তির শেষ নাহি রয়।
সন্তান বড়ো হয়ে যদি কোথায় ও যায় ,
গর্ভ ধারিণী মা’র মনে শান্তি নাহি পায়।
আদরের বাছাধন ফিরে না আসে যতক্ষন,
মা জননী প্রতীক্ষায় ই থাকে যে ততক্ষণ ।
দোয়া দুরুদ তাসবীহ পড়ায় মা’র সময় যায়,
আল্লাহর দয়ায় যেন তাঁর সন্তান কূলে পায়।