স্নেহের বন্ধন
আনুগত্য আদব কায়দার শিক্ষা দিতেন
নবী ( সা. )তাঁর শিষ্যদের সর্বদা ভ্রাতৃত্ব
ভালো বাসা সম্মান এবং সম্ভ্রম উপাসনা
এসব নিষ্ঠার সাথে মেনে চলতে প্রেরণা
ও পরামর্শ দিলেও সবে পালন করতেন।
প্রিয় নবী ( সা. ) কে করলেন জিজ্ঞাসা
এক সাহাবি ইসলামের কোন আচারও
আচরণটি সব চাইতে উৎকৃষ্ট সব চেয়ে
উত্তম কোন কাজ তিনি বলেন মানবকে
খাদ্য খাওয়ানো হবেই কল্যাণের ভরসা।
চেনা অচেনা সকলকে সালাম দিতে হয়
প্রতিবেশীর অধিকারের ব্যাপারে তিনি
বলেছেন ওই ব্যক্তিতো জান্নাতে প্রবেশ
করতে পারবেন না যার প্রতিবেশী তার
অন্যায় অত্যাচার থেকেও নিরাপদ নয়।
প্রিয় নবী (সা.) কে জিজ্ঞাসাও করলেন
ইসলামে কোন জিনিসটি যা উত্তম তিনি
জানান যার জিহ্বা এবং হাত থেকে সব
নিরাপদ আর অধিকার সম্পর্কে সকল
মুসলিম এক ব্যক্তিরই সমতুল্য বললেন।
যদি চক্ষু পীড়িত হয় তবে তো সমগ্র দেহ
পীড়িত হয়ে ই পড়ে যদি মাথাও আক্রান্ত
হয় তাহলে সমস্ত শরীরটা যেনো আক্রান্ত
হয়ে যায় অন্যত্র বর্ণিত যে একজন মুমিন
এবং অন্যের মধ্যে হবে যত স্নেহ ও মোহ।