স্নেহের বন্ধন !
কতো সহজ নাম সরলা
শান্তশিষ্ট আর শুদ্ধমতি
তোমার কত মন ভালা।
শ্ৰদ্ধার ভাব হয় অন্তরে
অনেক শিশু ভক্তিভরে
বলে মা সম্বোধন করে!
তোমার কোন কর্মফলে
তুমি যে মোর সাথী হলে
চলে গেলে একা ফেলে!
আমিও বাঁধা স্নেহ ঋণে
সদা ভাবনায় নিশিদিনে
প্রাণ বাঁচে না তুমি বিনে!
দয়াল তোর দয়ার বলে
জন্ম হয়েছে শুদ্ধ জলে
পবিত্র হৃদয়ে সব মিলে!
সৃষ্টি কুলের শ্রেষ্ঠই যাঁরা
খোদার করুণাতে সেরা
ইবাদতে শান্তি হয় তাঁরা!