স্বর্গের সাজ।
অসত্যের ধনই কষ্টের মূল হয়ে দাঁড়ায়
অস্থানে অসামাজিক কতোই আন্যায়ে
আরো অবিচারে এগিয়ে এসে অসংখ্য
খরচ করে শান্তিকে ই সে দূরে তাড়ায়!
জগতে সব চেয়ে বেশী ধন ঐশ্বর্য যার
অধিক ক্ষেত্রেই কত ক্ষমতা থাকে তার
প্রতিটি শাস্তিই সম্পূর্ণরূপে ন্যায়বিচার
আল্লাহর কাছে পাবো সকলে সুবিচার!
বিপদে পড়লেও সৎ লোক আবার উঠে
অসৎ পড়লে একেবারে তার ধ্বংস ঘটে
যারা পৃথিবীতে করে যায় খোদার কাজ
আখেরাতেই পরিধান করে স্বর্গের সাজ!
জান্নাতে যেতেতো আমল নেই ইয়া রব্ব
উদ্ধার হবো অনন্ত অসীম করুণায় তব
আমরা অপেক্ষায় অগনিত রহমত পাব
কৃপা ও দয়ার ফলেই জান্নাতে সব যাব!