স্বার্থের তরে
এ পৃথিবীতে যতো মানুষ স্বার্থপর
তারা তাদের মুনাফা লাভের তরে
কত কিছু করে কখনো উত্তেজিত
হলে কথা বার্তার শত জোর বাড়ে
তখন অধিক বর্ধিত হয়ে যায় স্বর।
স্বার্থ সিদ্ধির জন্যে চলাচল থাকে
ঘুরাফেরা করতে সাথে নেয় যাকে
ওর সহিত মন মর্জি যথাযথ রাখে
সুযোগ সন্ধানের ধান্দা করে বাঁকে
মিলিত চেষ্টায় ফায়দা লুটে ফাঁকে।
উদ্দেশ্য আর মুনাফা হাছিল হলে
আওয়াজ কমিয়ে সাধু বেশে চলে
আনন্দ ফুর্তি চলতে রয় দলে দলে
মনোবাঞ্ছা পূর্ণ করে একত্রে মিলে
নীরব ভুমিকা থাকে শান্তির ফলে।