স্রষ্টার সন্তোষ্টি
আল্লাহর রাস্তায় ধন সম্পদ যারা ব্যয় করে
একটি বীজের মত তাদের উদাহরণ যা হতে
শীষ সাতটি জন্মায় প্রত্যেকটি শীষে একশ
করে রয় দানা দাতার মালও এমন হয় পরে।
নিজের সম্পদ ব্যয় করে প্রকাশ করেনা যাঁরা
আর সে অনুগ্রহের কথাটি গোপন রাখে এবং
কষ্ট দেয় না তাদেরই জন্যে সৃষ্টি কর্তার কাছে
পুরস্কার রয় এতে আশংকা যেন করেনা তাঁরা।
আল্লাহর পথে খরচ ইনফাক ফী সাবিলিল্লাহ
আরো তাঁর রাস্তায় ব্যয় করলে তিনি খুশী হন
দ্বীন এর প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার কাজে
ব্যয় হয় যে টাকা এতে খুশী হন স্বয়ং আল্লাহ।
খ্যাতিলাভ প্রদর্শনেচ্ছা তাঁর কাছে গৃহীত নয়
জাগতিক কোন স্বার্থে দ্বীন প্রতিষ্ঠার কোনও
কাজে অর্থ ব্যয় হলেও তাঁর কাছে গ্রহণযোগ্য
নয় সব শুধু আল্লার খুশীর জন্যই যেনো রয়।