সৎ সঙ্গে স্বর্গ বাস

খলিল নামের অন্তরঙ বন্ধু এক
আমল আখলাক তার যা নেক।
তার সহপাঠীর চরিত্র যত মন্দ
নাম তার কত না সুন্দর আনন্দ।
উভয়ের চাল চলন যা বিপরীত
টিউটরের কাছে পড়তো গণিত।
স্যারের অনেক দূরে ছিল বাসা
সন্ধ্যায় করতো যাওয়া ও আসা।
যাতায়াতে করতো কত যে গল্প
কম বেশি আর কোন দিন অল্প।
একদিন নামাজের ওয়াক্ত এশা
আনন্দের মদের অধিক নিশা।
একজন নামাযে মসজিদে যায়
আনন্দের মদ পানে শান্তি পায়।
নামাজ শেষ হলে আবার মিশে
খলিল তার বন্দুকে কত দোষে।
তাকে তখন সে যতো কথা বলে
খারাপ আচরণ তুমি যাও ভূলে।
আল্লাহ তায়ালার ইবাদত করো
সুন্দর সঠিক পথে চলতে ধরো।
অবশেষে তার উপদেশ সে মানে
তার বন্ধুকে খুব আমলে আনে।
উভয়ের জীবনে এলো প্রশান্তি
তাদের আর থাকলনা অশান্তি।
খোদার কৃপায় ভাল ছাত্র হলো
তারা সুখ ও শান্তির জীবন পেল।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *