হও আগুওয়ান
ধরণীতে সকল যত নওজোয়ান
সবে শক্তি নিয়ে হও আগুওয়ান।
তোমরা আছো যত পৃথিবীর সব
পরিবর্তন মিলিয়ে করো শত রব।
মিলেমিশে সকলও থাকতো যদি
সুচিন্তা করে যত চলতো নিরবধি।
জীবনে উন্নয়ন লাভ করতে চাও
একাগ্রচিত্তে সব কাজ করে যাও।
যুবকরা দেশের উন্নতির ভবিষ্যৎ
অগ্রসর হতে থাকো চলে যুগপৎ।
একের পক্ষে সম্পাদন কঠিন যা
মিলেমিশে করলে সহজ কত তা।
তোমাদের ভবিষ্যৎ যত গঠন কর
সঠিক পরিশ্রমেরই রাস্তা যত ধর।
পড়া লেখায় মনোযোগী যে ধ্যান
অর্জন করতে রয় মূল্যবান জ্ঞান।
পৃথিবীতে যারা যত জ্ঞানী ছিলেন
যথাযথ সময়ের মূল্য শত দিলেন।
নিয়মানুবর্তিতা আরো সময়নিষ্ঠা
গুরুত্ব দিয়ে তারা করেন প্রতিষ্ঠা।
শিষ্টাচার আরো ভদ্র আছেন যত
কঠোর পরিশ্রমে সফলকাম তত।
সত্যনিষ্ট সত্যবাদী পরীশ্রমী যারা
জীবনে উন্নতি যা করেছেন তারা।
ধর্মীয় জ্ঞান অর্জন করলেই সবে
প্রত্যেকে সুখী জীবন পাবে তবে।