হাসায় – কাঁদায় !
আধুনিক যুগের মেশিন আছে
সকল লোকের মায়েরই কাছে
কেউরে হাসায় কেউরে কাঁদায়
আর কলের পুতুল কলে নাচে!
যেমন চুম্বকের ন্যায় আকর্ষণ
কতো পুরুষের ধন করে হরণ
কেউবা যে অকস্মাৎ হয় মরন
শীত আর গরম করে নিয়ন্ত্রণ!
খোদাপাক স্রষ্টা তাঁর সৃষ্টিধারা
এই দুনিয়াটাতে আসিল যারা
মায়ের গর্ভেতে সকলতো গড়া
এতেও দ্বিমত নেই নিরব সাড়া!
যার অন্তরে যত রয়েছে শান্তি
আছে যে তার সঠিক ভাবমূর্তি
চলেছে দূরে যেনো ভুল-ভ্রান্তি
বিদুরিত হয়ে যায় সব অশান্তি!
যেথায় ব্যভিচার করবেন যারা
পড়বেন জবাব দিহিতায় তারা
কতো জনের তো হয় বুদ্ধিহারা
ঠিক জীবনপাত করে না করা!