হিংস্র দানব
বাঘ সিংহ শিয়াল হায়না ভালুক,
বন জংগল যেন তাদের তালুক।
বীরত্ব দাম্ভিক হিংস্রের ভয়,
প্রতিনিয়ত দূর্বলদের সংশয়।
তাণ্ডব লীলা কঠোর দাপট,
নিরীহ শাবকসহ হয়যে লোপাট।
বসবাস গর্ত খাদ খন্দকে যাদের,
কিছুটা হলেও নিরাপদ তাদের।
আবাসন যাদের গাছ গাছালিতে,
ভক্ষনে পারেনা তাদের ধরে নিতে।