হৈ হুল্লোড়
বিয়ে বাড়ি হৈ হুল্লোড়
চতুর্দিকে আনাগোনা
মানুষেরই সোরগোল।
জন সমাগমে হুলস্থুল
আনন্দ ফুর্তি ভরপুর
কখনো হয় গন্ডগোল।
গান বাজনারও তালে
নাচে আরোও হেলে
বাদ্য বাজে হেলেদুলে।
বাসনের ই ঢাক ডোল
বাবুর্চিদের যতো শোর
আছে কত ডামাডোল
ওদের একমাত্র ধান্দা
পাক শাক না হয় মন্দা
কতো উত্তম হবে রান্না
খাবার মনের মতো হলে
তৃপ্তির কথা সবাই বলে
আত্নীয়দের শান্তি মিলে।