অভিমান
অভিমান নিজের প্রতি কষ্ট বাড়ায় অনুভব
বসবাস করে ভালোবাসায় প্রাপ্তি হয় সুলভ
অনুভূতি মৃদু যার পরিধি বিস্তৃত তার উদ্ভব।
অনেক সময় অবস্থা থাকে না প্রকাশ করার
তাই যে বিষয় প্রকাশ করা যায়না তা গড়ার অনেক বেশি কঠিন কষ্টের হয় তাকে ধরার।
এর মধ্যে অধিকার বিষয়টি জড়িত থাকে অভিমান তার উপর যার উপর আস্থা রয়
কিছু অনুভূতি থাকে ভালোবাসার ফাঁকে।
অহঙ্কারও যদিবা মাত্রার বাইরে চলে যায়
সুষ্ঠ সুন্দর ও সম্পর্ক নষ্ট করার দেয় সায়
দীর্ঘ স্থায়ী না হওয়ার তা খুজতে হবে উপায়।
অপ্রাপ্তি থেকেই যত আত্মমর্যাদা বোধ হয়
আর হতাশা অভিমানে থাকে যা কত রয়
কিন্তু ইহা হলে ও সহজে বোঝার মত নয়।