Similar Posts
পাখি গায়
বৃষ্টি শেষেই চারদিকে আলোর যে ছটা,শিমুলের ডালে বসেই আছে ঘুঘু ক’টা।পাখি সব মনের সুখে কত যে গান গায়,ডালে বসে গান গেয়ে শত আনন্দ পায়।গাছে গাছে থোকায়ও ফুটে আছে ফুল,পাখিরা আনন্দে মেতে তারা খাচ্ছে দুল।কৃষ্ণচূড়া সোনালু কাঠগোলাপ জারুল,গাছ বৃক্ষে উড়ছে কতই সুন্দর বুলবুল।বনফুলের প্রকৃতিকে করছে মোহনীয়,পাখিদের ও সমারোহ কতই শোভনীয়।চাকচিক্যে সবুজ দিচ্ছে বসন্তের ছোঁয়া,শীত গেছে কোথা…
অগ্নিশর্মা !
আচানক চলার গতিকখন কি করে কেহোবুঝতে পারেনি কতোযেনো তার কেরামতি। আচমকা নীরব থাকেযেনো বধির লোকেরভাব ধরে চলে ফাঁকেচিন্তামগ্ন দেখায় যাকে। কখনো যত রেগে যায়তখন মুখটি অগ্নিশর্মারুপ ধারণ করে চড়াইউৎরাইয়ের শঙ্কা পায়। স্রষ্টা কেমন যে চালায়খাবার দাবারের চিন্তাফিকির না করে সময়কাটায় হেলা ফেলায়। হাসি টাট্রা খুশী কতোযখন যাহা ইচ্ছে করেঘটনা দুর্ঘটনা বাজায়যথা তথায় ইচ্ছে মত।
শ্রেষ্ঠ তুমি
শ্রেষ্ঠ তুমি সবাই অবগত কত শ্রেষ্ঠ তুমিতোমাকে যত শ্রেষ্ঠত্ব আল্লাহদান করেছেন তা সবে জানি। সৃষ্টিকর্তাকেই সদা স্মরণ করএবাদত বন্দেগী করে সন্তোষ্টিঅর্জনের জন্য সহজ পথ ধর। হারাতে চাইনা যে ভালো বাসাযার অতিরিক্ত কখনোও হলেঅধিক মিষ্টিতে থাকে না দিশা। ভালো বেসেছি তোমায় যতোতুমি স্মরণ করলে তা বুঝতেপ্রতিদান চাইনি কখন তাতো। সহযোগিতায় মহব্বতই বাড়েবুঝে নিতে হয় অনুভবে যতোফুর্তির…