অবিচ্ছেদ্য
সম্পর্ক সমাজে এক অবিচ্ছেদ্য চলার পথ
এরই সঙ্গে আন্তরিকতার মিশেছে দল মত।
বর্তমানে সম্পর্ক হচ্ছে আধুনিকতায় বিলুপ্ত
আঁকড়ে ধরে রাখলে প্রবীণ হবে কত প্রাপ্ত।
শব্দটির ভাঙনের পাল্লা ভারী হচ্ছে যেখানে
সম্পর্কের টানা পোড়নে নষ্ট হয় না সেখানে।
আমাদের সম্পর্কের জেনেটিক্যালি আসে
বাবা-মা ভাই-বোন পরিবারে আছে মিশে।
পৃথিবীতে কখন কী ভাবে কার সম্পর্ক হয়
মনের অনুভূতির মিলনে সুযোগ তৈরি রয়।
সম্পর্ক হতেও পারে দু’জনের মধ্যে বন্ধুত্ব,
সেই বন্ধুত্ব রুপ নেয় ভালোবাসার গুরুত্ব।
অনেকে জানে না ভাল বাসায় ফাটল ধরে
ভাটা পড়ে যেথায় আদর মমতা যায় ঝরে।
সম্পর্ক ছাড়া অনেক সময় যায় না চলা
আমরা যাচাই –বাছাইয়ে করি অবহেলা।
আন্তরিকতা গড়তে সুখ দুঃখের কথা বলি
ঐ লোক খারাপ হলে বিপদেই দেয় ফেলি।
কোনো ব্যক্তি ভুল করে জীবনে কতো বার
খেশারতও দিতে হয় সারা আজীবন যার।