ডিজিটাল যোগে বিদ্যুতের ভেল্কিবাজি

বর্তমান উন্নয়নের যুগে মানুষের দুর্ভোগ

লাগব  হওয়া সকলের কাম্য। কিন্তু, গত

০৮.০৩.২০২৩ খ্রিস্টাব্দ তারিখে বিদ্যুতের

প্রিপেইড মিটারে  ইউনিট ইন্সটল করার

জন্য নিজস্ব বিকাশ নং-এ ১,০০০/- টাকা

রিচার্জের আবেদন সেন্ড করি । সামান্য  

সময়ের পরে নির্দিষ্ট  মিটারের অনুকূলে 

সর্বমোট (২০ x ১৬)= ৩২০টি মাত্র ডিজিট 

আসে। যা, ইন্সটল করতে প্রচুর হয়রানির 

শিকার ও সময় ব্যয় হয়ছে । এ ভোগান্তি

শুধু আমিই ফেইস করিনি ; অসংখ্য লোক

এ হেন সমস্যায় ভোগছেন। বিদ্যুতের অনা-

কাংখিত যন্ত্রণা থেকে ভুক্তভোগীরা রেহাই

পাওয়ার নিমিত্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয়

দৃষ্টি আকর্ষণ করছি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *