জয় ধ্বনি
আমরা যখন ছোট ছিলাম সব
খেলা ধুলায় করতাম কতো রব।
কারো সাথে কোন ঝামেলা হলে
নিষ্পত্তি করতাম সকলে মিলে।
মাঠে ঘাটে হতো কোলাহল কত
লোকের লোকারণ্য শতো শতো।
রেফারিও মাঠে হুইসেল দিতেন
খেলোয়াড়রা উপস্থিত হতেন।
খেলাটি যখন আরম্ভ করা হতো
সকলে তখন মনোযোগ দিতো।
দর্শকবৃন্দ করতো যা হাততালি
পদাঘাতেও উড়তো ধুলো বালি।
খেলায় মোদের জয় হতো যখন
কতো জয়ধ্বনি থাকতো তখন।
পুরষ্কার যখন খেলার পেতাম
আনন্দ উল্লাসে মিলিত হতাম।
হৈ হৈ রৈ রৈ শব্দের কতো শুর
বিস্তৃত হয়ে যেতো অনেক দূর।
সেই সময় আর এখন কিন্তু নাই
স্মৃতিটি স্মরণ হলে আনন্দ পাই।