বাঁধন
কত যে স্নেহের ভাই বোন,
তাদের শেষ হয় না গুণ।
তারা এক রক্তের বাঁধন ,
যা হয় না কখনো ছেদন।
তুমি কেমন জানতে চাই ,
হাসি মুখে যার উত্তর পাই।
তাকিয়ে দেখি এক পলক,
শরীরে কত খুশির জলক।
চেহারায় মধুর হাসি তার ,
দুঃখ কষ্ট লুকিয়ে রাখে যার।
মনে থাকে না কোন কালিমা,
অবয়বে দেখা যায় না ম্লানিমা।