বিবিধ
তুমি এক শক্তিশালী যুবক।
ঐশ্বর্য বিত্ত প্রভাব প্রতিপত্তি
এসব কিছুরই হয়তো কোন
অভাব নেই। অহমিকা আর
অহংকার মানুষের জীবনের
মতো সব কিছুই ক্ষনস্থায়ী!
মানুষের মধ্যে কতো রাজার
রাজত্ব বনের পশুদের বীরের
বীরত্ব সময়ের বিবর্তনে কিন্তু
নিঃশ্বেষ হয়ে যায় ! তাই সব
সময় সহনীয় ও নমনীয়ভাবে
চললে আল্লাহ সহায় হবেন –
ইনশা আল্লাহ!