ঘুর্ণয়মান
জগতটা ঘুর্ণয়মান পিন্ড,
মানুষ স্বার্থে হয়েছে ভন্ড।
আল্লাহর ঈশারায় চলে,
ইচ্ছে করলেই সব ফলে।
কত যে আজব তাঁর সুত্র,
আকাশে চাঁদ তারা নক্ষত্র।
তাদের চলার গতি সুন্দর,
হবে না কখন ও অসুন্দর।
নিয়মে ই করছে অতিক্রম,
হয়না কোন দিন ব্যতিক্রম।
দয়াময় সৃষ্টি কর্তা রহমান,
মোদের প্রতি মেহের বান।
তাঁর দয়াতেই নাযাত পাব,
হুকুম মত চলে স্বর্গে যাব।