কর্ম তৎপর
জীবনে চলার যদি কোনো করোনা রুটিন,
সুন্দরভাবে চলাচল করা হবে যেন কঠিন।
অবহেলা অলসতায় সময় যাদের যায় ,
আদৌ সুখ শান্তি তারা কখন ও না পায়।
এ ধরায় জ্ঞানী গুণী লোক আছেন যত,
সকলেই সময়ের মূল্য দিয়েছেন যে কত।
অধ্যবসায়ে যাঁরা ছিলেন লেখা ও পড়ায়,
সুনাম যশ খ্যাতি তাঁদের সবদিকে ছড়ায়।
প্রশিদ্ধ লোক পৃথিবীতে যারা ছিলেন যত।
প্রথম জীবনে সাধনায় থাকছেন অবিরত।
জগতে উন্নতি আর সুখ লাভ করতে হলে,
সময়নিষ্ঠ কর্ম তৎপরেই এসব কিছু মিলে।