বিত্তশালী ও দরিদ্র
আমরা সকল নাগরিক স্বাধীন
নেই মোরা কারো কোন অধিন।
দেশে বিত্তশালীর পরিমান কম
দরিদ্রের সংখ্যায় তারা অধিক
যাদের জন্য কথায়ও অনায়াসে
ফেলা যায় নাতো কাহারো দম।
যে রাস্তায় অহমিকায় চলে ধনী
তেল খরছ করে অনেক দামী
গাড়িতে আনন্দে বেড়ায় চড়ে
টাকায় তারা হয়েছে যেন গুনী।
দরিদ্র সেই রাস্তার সাইট দিয়ে
কষ্ট করে পায়ে হেঁটে সব চলে
তাদের মাথার ঘাম কত ফেলে
কেউ উভয় হাতেও কিছু নিয়ে।
গরীব মানুষ যে ঘরে তারা থাকে
সে ঘরে শুধু ভালোবাসা ও শান্তি
ছাড়া আর কিছু নেই রাত হলে
নিঝুম ঘুমায় তারা নাক কত হাঁকে।
বিত্তশালীদের এসব সুখ নেই এত
তাদের আছে শুধু বিলাস বহুল
বাড়ি গাড়ি অনেক জীবনের জন্য
শোকের ছায়া থাকে যেন ও কত।