সবুজ সঞ্চার
মাঠের বুকে সবুজ আছে ছড়িয়ে
ওরা চতুর্দিকে রয়েছে বিস্তৃতভাবে
প্রাণ সঞ্চার করে রেখেছে জড়িয়ে।
মাঠে ঘাটে আছে কত ছড়িয়ে ঘ্রাণ
তাই তো সেথায় যত বিচরণকারী
যারা সকলকে দিয়েছে তাদের প্রাণ।
সুজলা- সুফলা- যত- শস্য- শ্যামলা
এই দেশে সবুজ মাঠের সর্বস্থানেই
কখনো নেই কোন কোথাও কালিমা।
সাক্ষী হয়ে আছে ঝাড়ের যত বাঁশ
ওই বেলকুনির ফুলদানিতে কতই
রয়েছে সুন্দর আরো মাঠের ঘাস।
সবুজ ঘাসগুলো যে উঁচিয়ে মাথা
মাঠের উপরে আশ্রয় করে উকি
দিয়ে জানান দিচ্ছে শুপ্রভাত যথা।
সবুজ মাঠের প্রতি আকর্ষণ যার
সেখানে সুবাস লেগে আছে কত
সেই সুবাসের টান লেগেছে তার।
যে সবুজ মাঠকে যত ভালোবাসে,
তার মন বড়ই পবিত্র ও ঐকান্তিক
ভালোবাসা ছড়িয়ে রয়েছে পাশে।