সুখ পাখি
আমরা যত আছি এ ধরার বুকে,
সর্বদা চেষ্টা ফিকির থাকব সুখে।
সুখ শান্তি সহজেই করব অর্জন ,
অবহেলা অলসতা করে বর্জন।
সুখপাখি তুমি আছো যে কোথায় ?
তোমাকেই খুজি যথায় তথায়।
উড়াউড়ি নাহি করে তুমি ধরা দেও,
দুঃখ দুর্গতি সব তুমি কেড়ে নেও।
তব ব্যতিরেকে শান্তি পাওয়া দায়
থাকো যদি পাশে শান্তি সবে পায়।
পৃথিবীতে সব আছি যত অশান্তি,
আল্লাহর দয়ায়ই সকল হব শান্তি।