ডিজিটাল প্রতারক
প্রতারকচক্র ডিজিটাল মাধ্যম ব্যবহার করে
ফেসবুক ইউটিউবসহ বিভিন্ন রকম সোশ্যাল
মাধ্যম কাজে লাগিয়েই কৌশলের পথ ধরে।
অপরাধীদের লোভের ফাঁদে ও হচ্ছেন নিঃস্ব
অজস্র ও অসংখ্য আবার এমন পরিস্থিতির
শিকার হয়ে হারাচ্ছেন কত মানুষেরই সর্বস্ব।
প্রতিকার চাইতে অনেকে লোকলজ্জার ভয়ে
আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হন না তারা
তাঁদের কাছে অভিযোগ রয়েছে শয়ে শয়ে।
প্রায়ই ডিজিটাল অপরাধী যারা ধরা পড়ছে
এরপরও কমছে না অপরাধের মাত্রা বেড়ে
যাচ্ছে দৌরাত্ম্য এভাবেই জীবনভর লড়ছে।