দু’টি সম্পদ
চোখ দুটো আছে যার
সবই দেখে চোখে তার!
যার নেই কো এক চোখ
তার থাকেতো শত দুঃখ!
থাকে যদি কারো উভয়
চলা ফেরা করে নির্ভয়।
এ ধরায় জন্মান্ধ যে লোক
তার তো নেই কোন সুখ!
পছন্দ অপছন্দের বিষয়
যা পায় সব আনন্দে সয়!
সুন্দর অসুন্দর ও ভালো
ফর্সা ময়লা আর কালো।
কোন কিছু পেলেই হলো
ভাগ্যে যত পাওয়া গেল!