দুর্গম যাত্রা
ঘুম থেকে উঠে সকলে বলে
বেলা যাচ্ছে কত শীঘ্র চলে।
সকলের তাড়াহুড়া যে ঘটে
আল্লাহরও মেহেরবানি বটে।
ছেলের বউ আরোও ছেলে
নাতনি ছিল আমার কোলে।
খোদা চাহেত লন্ডনে যাবে
সেথায় আরো স্বজন পাবে।
আমরা পরিবারে যত যারা
আত্নীয় স্বজনসহ সব মোরা।
উপস্থিত সকল আমরা যত
তাড়াতাড়ি প্রস্তুতি নেই তত।
কেহই তো নাস্তা করতে যায়
সামনে তার যত আছে পায়।
চমৎকার জামা কাপড় পরে
শিশুরা যত হাতে হাতে ধরে।
নাস্তা খাওয়া যেই হলো শেষ
বেলা হয়ে যায় অনেক বেশ।
মোদের যারা গাড়িতে আসে
পছন্দ মতো সব সিটে বসে।
পরে বিমানবন্দর পৌঁছে যাই
সেথায় আরো মেহমান পাই।
ওদের ইমিগ্রেশন করার পরে
বিমান ছাড়ার হিসাব ও ধরে।
সময়মত বিমান যে ছাড়ে নাই
কেহ আমাদের শান্তি না পাই।
প্রতিক্ষার মুহুর্ত কতই কষ্টের
অশান্তি যত আরো দুর্ভোগের।
অবশেষে প্রায় ৪ ঘন্টার পরে
বিমানের যাত্রাও আরম্ভ করে।
ড্রাইভারকে বলি রওয়ানা কর
খোদার নামে বাসার রাস্তা ধর।