লিলিপুট
বক্সে কুকুর ছিল লিলিপুট
গায়ের ও রঙ যার ফুট ফুট।
সহসা বক্স থেকে বের হলে
বিড়ালেরা ভোঁ দৌড়ে চলে!
পরে ওদের মিল হয়েই যায়
একসঙ্গে খেলেও খাদ্য খায়!
কুকুরটি ছিল কত যে সুন্দর
যাতায়াত তার ছিল অভ্যন্তর।
এইটুকুন বলে নাম দিল পল
সে ই ওকে দিত আহার জল!
ছোট্ট কুকুরটি তাকিয়ে থাকে
শুধু কৌতূহলও দৌড়ে ফাঁকে।
কুকুরগুলোর মেক্সিকান বংশ
ছড়িয়ে পৃথিবীর বিভিন্ন অংশ।
লিলিপুটের নাকে আগে শুঁকে
পরিচিত কেউ হলে সে ডাকে।
আদরের স্বীকৃতিতেই পা চেটে
অসন্তোষ হলে ঘেউ ঘেউ ঘটে।
কুকুরের দল ও প্রভূ ভক্ত কত
ওরা মনিবের জন্য ত্যাগী শত।
বন্যায় কুকুরের মালিক ভাসে
কুকুর ধরে পারে নিয়ে আসে।
এক মনিব গাড়ি দূর্ঘটনায় মরে
সাথে কুকুর ও ঘেউ ঘেউ করে।
ডাকতে ডাকতে রক্ত তার ঝরে
শেষ নিশ্বাস কুকুরও ত্যাগ করে!