খুশির মাত্রা
তুমি ও যাবে সাথে আমার
যেথায় আছে সাথী তোমার।
আমরা আরো সকল যারা
শীতের পিঠা খাবো মোরা।
গল্প গুজবের ব্যস্ততায় রব
পিঠা ছাড়া কত নাস্তা নিব।
হাসি তামাশায় লেগে যাব
আনন্দ খুশিতে মজা পাব।
পরেই নৌকায় করব যাত্রা
ছাড়িয়ে যাবে খুশির মাত্রা।
বহু দিন পরেই নৌকা ভ্রমণ
ফুর্তি উল্লাসেই করব গমন।
দুপুর গড়িয়েও সন্ধ্যা বেলা
যাত্রায় হবেনা হেলা ফেলা।
সন্ধ্যায় প্রত্যাবর্তন যে করব
বাড়ি ফেরার রাস্তা ও ধরব।