পরিশ্রম উন্নতির তরে
ধরণীতে মনে প্রাণে কাজ করে যাবে
উন্নতির সঠিক পথ তুমি খুঁজে পাবে।
একাগ্র চিত্তে করবে সাধনা যত লোক
দূরিভূত হয়ে যাবে তাদের কষ্ট ভোগ।
মনোযোগ দিয়ে কাজ করেছেন যারা
সুখ আর শান্তি অর্জন করেছেন তারা।
অবহেলা আলসেমি আরো নাহি করে
পরিশ্রম করো সবেই উন্নতির ও তরে।
সংকির্ণ সময়ের জন্যই এসেছি মোরা
কষ্ট ও অধ্যবসায়ে বদলে দিবো ধরা।
প্রত্যেক মূহুর্তের মূল্য দিতে পার যদি
সাচ্ছন্দ্য বোধ করবে সবাই নিরবধি।
অবহেলা আলসেমিতেই রয়েছে যত
অসুবিধা সমস্যায় ভোগে তারা শত।
ধরনী জোড়ে মোরা যত মানব জাতি
চলাচল করো দিয়ে সঠিক মতি গতি।
নিজেদের ভালোর জন্য যতই আছে
মন দিয়ে অর্জন করো লেগেই পাছে।
আমরা অন্যের জন্য কাজ করি যারা
ইহ আর পরকালে শান্তি পাবো মোরা।
মংগল করো সবে পাড়া পড়শীর তরে
মনে প্রাণে শান্তি পাবে জীবন ও ভরে।