প্রাক্তন
রাস্তা ঘাটে গরুর গাড়ি,
জমি জমায় হাল।
বর্ষায় চলে রংবেরঙের,
ডিঙি নৌকার পাল।
আগের যুগের মাটির কলস,
মাটির কলসির জল।
ঘরের শোভা রঙিন শিখা,
কই যে গেল বল!
শকুনদেরে যায় না দেখা ,
বিরল দেখি কাক!
রাতের বেলা শিয়ালদের,
যথায় তথায় ডাক।
পুরাতন শিল আর পাটা,
কষ্টের ভাটা ঝাল।
এখন নাই কাঠের ঢেঁকি,
ঢেঁকির ছাঁটা চাল।
প্রাচীন কালের পালকি চলার,
নাই রে কোন সুর।
ঠেলার গাড়ি হারিয়ে গেল,
হায়রে! গেল যে কত দূর।
না ঘুমিয়ে সারা রাত জেগে,
চিঠি লেখার, কইরে গেল দিন।
রাত্রিকালে জলতেো হারিকেন,
লাগতো যত কেরোসিন।