সন্তানদের তরে
মা বাবা সাধনা করে সন্তানদের তরে
ভালো মানুষ যেন হয় উন্নতিও করে।
সন্তানদের পিছনে তাঁদের সময় ব্যয়
সুখ ও শান্তি তাঁদের ত্যাগ করে নেয়।
স্কুল কলেজ মাদ্রাসায় ওদের পড়ায়
সর্বদা চিন্তা কত ভালো জীবন গড়ায়।
ছেলে মেয়েদের ভবিষ্যত হবে উন্নতি
লক্ষই থাকে যে না হয় কোন অবনতি।
গঠিত হতে পারেই মানুষের মত যাতে
তপস্যাও থাকে শুধু তারা ভালো হতে।
প্রিয় শিশুগণ তোমরা শোন দিয়ে মন
সময়ের মূল্যে অর্জন হবে সম্পদ ধন।
আল্লাহ নবীর প্রদর্শিত আছে যত পথ
পালন করে যাও তোমরা সবে যুগপৎ।
সময়ের কাজ যত সময়েই সবে করো
সুন্দরভাবে জীবন গড়ার পথও ধরো।
ইবাদত বন্দেগী সর্বদা করতে থাকো
দুর্ভোগ দুর্গতি আরো থাকবো নাকো।