মা বাবার আহাজারি
খুব কান্না করছে বসে ছোট এক ছেলে
সামান্য পরে এসে তার মা নিল কোলে।
বাসায় যাওয়ার পরেই বল নিয়ে খেলে
খেলতে গিয়ে পড়ে বল পুকুরের জলে।
বলটি আনার জন্যে পুকুরে যায় নেমে
পুকুরে নামলে পানির নীচে গিয়ে থামে!
প্রচুর পানি ছেলের নাকে ও মুখে ঢুকে
উদ্ধার করে চাপ দেয় পেটে আর বুকে!
জোরে চিৎকার দেয় কষ্টে এবং দুঃখে
পেটে চাপ দিলে ই পানি বের হয় মুখে!
খুব শীঘ্র সকলে ডাক্তার দেখাতে নেয়
পরীক্ষা সমাপ্তের পরে ব্যবস্থাপত্র দেয়।
ঔষধ কিনা হলে বাড়িতে নিয়ে আসে
সামান্য সুস্থ হয়ে সাথীদের সংগে মিশে।
মা বাবার কান্নায় বাতাস হয় কত ভারি
নামাজ ও দোয়ায় করে যত আহাজারি!
সুস্থ হয়ে স্রষ্টার শুকরিয়া আদায় করে
ইবাদত বন্দেগী প্রার্থনা করে মন ভরে।