বর যাত্রী
বিয়ে বাড়িতে কত আনন্দ
শিশু কিশোর যত মহানন্দ।
অতিথি নামে গাড়ি থেকে
ধীরে চলে ফাঁকে ফোঁকে।
গেইটে লোকের অবস্থান
দাড়াবারও থাকে না স্থান।
কনে দলের যুবক কিশোর
বর পক্ষ হতে নিবে উসুল।
বায়না ওদের গেইটের দাবী
পরিশোধে ত ভিতরে যাবি।
যখন হয়ে যায় গেইট পাস
সকলে ফেলে খুশির শ্বাস।
গেইটের ভিতর সব আসে
একে অন্যের সাথে মিশে।
সালাম ও কুশল বিনিময়
গল্প গুজব কত কিছু হয়।
দোয়া দুরুদ ও আল্লার নাম
বিয়ে পড়ানো সফলকাম।
পরিশেষে হয় ভোজন শুরু
সেথায় রয় যুবক বৃদ্ধ গুরু।
যুব যুবতী পুরুষ ও মহিলা
ছোট শিশুরা সাজে রঙিলা।
আনন্দ উল্লাসে সকল ব্যস্ত
কন্যা দানের পালা হয় ন্যস্ত।