এলো রমজান
সুখের বার্তা নিয়ে এল মাহে রমযান,
শৃঙ্খলাবদ্ধ হলো এবার অবাধ্য যত
কুমন্ত্রণাকারী জিন আরো শয়তান।
দোজখের সকল দরজা বন্ধ এ মাসে
বেহেশতের দরজাগুলো খুলে দেওয়া
হলো নেককার দের জন্যই অনায়াসে।
করবেন দান অগণিত নাজ-নিয়ামত
মহান আল্লার অশেষ কৃপায় সজ্জিত
হলো সব বেহেশ্ত এসব তাঁর’ই রহমত।
মাহে রমযানে কত শক্ত করবে ঈমান
রোজা রেখে বান্দাগণ কল্যাণ করো
আল্লাহ নিজ হাতে দিবেন ত প্রতিদান।
মুক্তির বাণীর আগমন মাহে রমজান
তিনি বলেন কে আছ চাও নাযাত দেব
সৃষ্টির জন্যে স্রষ্টার এক শ্রেষ্ঠ অবদান।
মোরা চাই বারেবারে হায়াত করো দান
আল্লাহর দরবারে সবার আরজ সবাই
আবার ফিরে পাই পবিত্র মাহে রমযান।