তোমরা ভালো থাকো
কত দূরে চলে গেছো তোমরা
যাওয়ার হয়েছে অনেক দিন
প্রতিদিনই ফোনে যা কথা হয়
তারপরও কেনো যেন কেউই
খুব শান্তিতে নেই তো আমরা!
রাইফাকে নিয়েই তাইফা সাথে
চলতো সারাক্ষণ খেলায় তারা
হাসি খুশিতেও সময় কাটাতো
কখনোবা তারা আমাকে নিয়ে
পায়চারিও করতো ধরে হাতে।
সকলে মিস করছি তোমাদের
ওরা দুজন হৈ চৈ করতো কত
তাদের একজন আছে সাথে
ওর বিরহে সবই নিরব থাকত
খুশিতে ধারে কাছে আমাদের।
আল্লাহর দয়ায় ভালো থাকো
তিনি যেনো দুঃখ বেদনা দূর
করেন সর্বদা শান্তিতে রাখেন
আমরা দোয়া করি তাঁর কাছে
সর্বদা আল্লাহকে স্মরণ রাখ।