ঈদের প্রতীক্ষার
সর্বাধিক মহিমান্বিত
সাওয়াবে ভর্তি মাস
পবিত্র রামাদ্বানে যেন
আমরাই গৌরবান্বিত!
চন্দ্র বর্ষের দশম মাস
যার সূচনা দিনের মধ্য
দিয়েই মাহে সাওয়ালের
আগমনে মোদের আশ।
সাওয়ালের বাঁকা চাঁদ
বয়ে আনে মুসলমানের
আনন্দ উৎসবের যত
মিষ্টান্নের অফুরন্ত স্বাদ!
আর মহা গুচ্ছ স্লোগান
খুশির বার্তা ঈদ ঈদ ঈদ!
এসো হে! মোবারক ঈদ!
অন্তরে দেয় শত যোগান!
তুমি আসবেই বলে ঈদ
প্রতিক্ষায়ও সময় কাটে
তীর্তের কাকের মতো
ফলে চোখে নেই নিদ।
মাস চলে পবিত্র সংযম
আর সাধনায় সাওয়ালের
প্রথম দিনে ঈদুল ফিতর
উৎসবেরও হয় উপার্জন।