সমুজ্জ্বল
আর কোনো ফুল নাই যেহেতু
মোর কামনার ফুটন্ত বাগানে
এটা তো পাতা ঝরবার ঋতু।
আমার দুচোখ ভরেও গড়ায়
ঝিকমিক করা তারার মতন
যারা অসংখ্য আলো ছড়ায়।
অভিপ্রায়ের একফোঁটা শিশির
পরিমাণ যার একদম সামান্য
হলেও খোরাক যোগায় খুশির।
হাঁটবার অন্ধকারও অলি-গলিতে
নিঃশব্দে তোমার কানে-কানে সে
সুস্থতার দোয়ায় রয় হাত তুলিতে।
তুমি ভালো বাসো ফুলের ই সৌরভ
আরো মৃদুমন্দ বাতাস বহমান যতো
নদীতে ধীরে বহমাণ পানির গৌরব।
জীবনের বর্ণমালা কত যেন উজ্জ্বল
সু্স্থ হয়ে উঠবে তুমিও রয়েছে ওরা
প্রতীক্ষার বসন্তের ফলে ই সমুজ্জ্বল।