আড়ম্বর
বড় সরল দুনিয়াটা তার
বেশি আলাদাতো আমার
থেকে খুব যেন স্পষ্ট স্বপ্ন
আরোও ইচ্ছাগুলো যার।
সে অনেক কম কথা বলে
আজ ভোরে লিখে গেছে
অবশেষে দেখলাম কিছু
ফুলও রেখে যাচ্ছে চলে!
তোমার কথাও পড়ল মনে
আমি জানি আমার বুড়িয়ে
যাওয়া মুখ কোনো অর্কিড
পুষ্প নয় তা যে সবে জানে।
আমি কিভাবেই ইচ্ছা করি
যেন তাকেও বিশ্বাস করব
কিন্তু যত কিছুই বলুক সে
শুধু ক্ষণিকের জন্য স্মরি।