মোবাইল দিয়ে কিভাবে গ্রাফিক্স ডিজাইন শিখবো
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কিংবা দেশীয় সব ইন্ডাস্ট্রি, সব জায়গায়ই গ্রাফিক্স ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ চাহিদা রয়েছে।
তাই স্কিল ডেভেলপমেন্টে আগ্রহী যে কোনো ব্যাক্তির আগ্রহের প্রথমে থাকে ভালো গ্রাফিক্স ডিজাইনার হওয়া।
অনেকেই মনে করেন, গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে শুধু ভালো মানের ল্যাপটপ বা পিসিতেই থাকতে হবে।
কিন্তু আস্তে আস্তে আমাদের স্মার্টফোনগুলো এত উন্নত হয়ে উঠেছে যে, এর মাধ্যমেও গ্রাফিক্স ডিজাইনের অনেক কাজ করে ফেলা যায়।
শুধু আপনার মোবাইল দিয়ে ছবি এডিট বা শেয়ার করা নয়, আপনারা চাইলে বিভিন্ন টেমপ্লেট ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন কিংবা পছন্দমতো ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের কাজও মোবাইল দিয়ে করতে পারবেন।
ভালোভাবে কাজ শিখে নিলে মোবাইলের মাধ্যমে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন করা যায়।
মোবাইল দিয়ে Graphic Designing Course এর দাম দেখুন!
শুরুতেই বেশি টাকা ব্যায় করে ল্যাপটপ বা কম্পিউটার যদি কিনতে না চান এবং যদি আপনাার হাতে থাকা মোবাইলটি দিয়েই করতে চান চমৎকার সব ডিজাইন, তাহলে আপনার জন্যই টেন মিনিট স্কুল নিয়ে এসেছে “মোবাইল দিয়ে Graphic Designing” কোর্স!
আপনি AFFMDG10 এই কোডটি ব্যবহার করে কোর্সটি কিনলে পাচ্ছেন ১০% ডিসকাউন্ট। আপনি এই কোর্সটি করলে জানতে পারবেন:
কীভাবে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন করবেন |
মোবাইলে গ্রাফিক্স ডিজাইনের জন্য প্রয়োজনীয় অ্যাপের নাম, ডাউনলোড ও ব্যবহারের কৌশল শিখতে পারবেন।
প্র্যাক্টিকাল গ্রাফিক ডিজাইনিং করার তিনটি ফিলোসফি।
গ্রাফিক্স ডিজাইনিং করার জন্য ফ্রি ছবি কোথা থেকে Download করবেন?
ছবির ব্যাকগ্রাউন্ড (Background) কীভাবে খুবই সহজে রিমুভ করা যায় Removebg দিয়ে?
কীভাবে বাংলা ও ইংরেজি টাইপিং এবং ফন্ট নিয়ে কাজ করবেন মোবাইলে।
লোগো ডিজাইন প্রজেক্ট
বিজ্ঞাপনের জন্য কোন প্রডাক্টের ভিডিও অ্যাড মোবাইলে বানাবেন কীভাবে ?
দাওয়াতের কার্ড (Invitation Card) ডিজাইন প্রজেক্ট
কীভাবে প্রমোশনের জন্য কোন প্রডাক্টের অ্যাড মোবাইলে বানাবেন?
বিজনেস কার্ড ডিজাইন প্রজেক্ট,
সিভি ডিজাইন প্রজেক্ট,
ভিডিওর কভার কিংবা থাম্বনেইল (Thumbnail) ডিজাইন প্রজেক্ট,
ফেসবুক ব্যানার ডিজাইন প্রজেক্ট,
ইউটিউব চ্যানেলের কভার ডিজাইন প্রজেক্ট,
সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডিজাইন প্রজেক্ট,
সার্টিফিকেট (Certificate) ডিজাইন প্রজেক্ট,
অনেকগুলো ছবি গুছিয়ে নিয়ে কোলাজ (Collage) কীভাবে ডিজাইন করবেন?
ইনফোগ্রাফিক (Infographic) ডিজাইন প্রজেক্ট,
লিফলেট পোস্টার ডিজাইন প্রজেক্ট,
বইয়ের কভার ডিজাইন প্রজেক্ট,
ম্যাগাজিন কভার ডিজাইন প্রজেক্ট।
কীভাবে গ্রাফ এবং চার্টস (Graphs & Charts) ডিজাইন করবেন?
ডেইলি প্ল্যানার (Daily Planner) ডিজাইন প্রজেক্ট,
দোকানের প্রোডাক্টের মেনু (Menu) ডিজাইন প্রজেক্ট।
কীভাবে আপনার ডিজাইন করা ফাইল শেয়ার করবেন?
মোবাইল দিয়ে গ্রাফিক্স শিখে বাস্তব জীবনে কাজ করতে কীভাবে নিজেকে প্রস্তুত করবেন?
এ ছাড়া আপনারা যারা নতুন হিসাবে টাকা খরচ করে কোর্স কিনতে পারেন না। তাদের জন্যে শেখার সব চেয়ে ভালো দুইটি মাধ্যম হচ্ছে গুগল ও ইউটিউব।
আপনারা যারা ফ্রি তে শিখতে চান তাদের জন্য বলবো ইউটিউবে অসংখ্য ভিডিও আছে সেখান থেকে শিখতে পারেন সহজে।
ক্যানভা অ্যাপের মাধ্যমে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন শিখুন।
মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন করা এক সময় অসম্ভব ছিলো কিন্ত সেটা সম্ভব করে দিয়েছে ক্যানভা এই অ্যাপটি।
ক্যানভা অ্যাপের মাধ্যমে আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে।
বাংলাদেশের এমন অনেক প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার রয়েছে যারা ক্যানভা অ্যাপ বা ক্যানভা ওয়েবসাইট ব্যবহার করে বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইনের কাজ গুলো করে থাকে।
আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন তাহলে খুব সহজে ক্যানভা অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে মনের মতো ডিজাইন করতে পারবেন।
এই সকল ডিজাইন গুলো আপনি মোবাইল ফোনের মাধ্যমে সহজে করতে পারবেন। কারণ, ক্যানভা অ্যাপের মধ্যে এই ডিজাইন গুলো ডিফল্ট ভাবে করা থাকবে।
এখানে আপনি বিভিন্ন ধরনের টেমপ্লেট দেখতে পাবেন ফ্রিতে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন।
সে টেম্পলেটগুলোকে আপনার দরকার অনুযায়ী ব্যাবহার করে আপনি বিভিন্নভাবে কাস্টোমাইজ করতে পারবেন।
ক্যানভা অ্যাপ ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে যান এবং Canva লিখে সার্চ করুন। প্রথমে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করুন।
অ্যাপটি ইনস্টল করার পরে খুব সহজে একাউন্ট খুলে ফেলুন। একাউন্ট তৈরি করার পরে আপনি দেখতে পাবেন ডিজাইন করার জন্য বিভিন্ন অপশন গুলো বা সার্চ বার আছে।
সেখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি ডিজাইন সিলেক্ট করে বানিয়ে ফেলুন আপনার মনের মতো ডিজাইন।
এখানে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন টেমপ্লেট গুলো দেখতে পাবেন। যেগুলোর ফ্রি এবং পেইড ভার্ষণ দুইটাই পেয়ে যাবেন।
আপনার যখন যে টেমপ্লেট দরকার সেটা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন।
এ ছাড়া মোবাইলের মাধ্যমে ছোট খাটো গ্রাফিক্স ডিজাইনের কাজ করার জন্য আরো কিছু জনপ্রিয় “গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার” গুগল প্লেস্টোরে পেয়ে যাবেন।
সেগুলো হচ্ছে:
PixelLab
Picsart
Logo Maker
মোবাইলে গ্রাফিক্স ডিজাইন করে কত টাকা আয় করা যাবে?
যখন কোনো কোম্পানি গ্রাফিক্স ডিজাইন করে নিতে চায়, তখন তারা প্রফেশনাল ডিজাইনারদের দিয়ে কাজ করাতে চায়।
প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারদের কাছ থেকে ডিজাইন করার জন্য মোটা অংকের টাকা প্রয়োজন হয়।
কিন্ত, এমন অনেক লোক আছে যারা ছোট খাটো গ্রাফিক্স ডিজাইনের কাজ করাতে চান অল্প টাকার মধ্যে।
আমরা যারা মোবাইলে ক্যানভা অ্যাপের মাধ্যমে ডিজাইন করি তারা মূলত এমন ক্লায়েন্টের কাজ করব।
যাদের ডিজাইন করার জন্য ছোট খাটো ডিজাইনার দরকার হয়। এ ক্ষেত্রে আমরা ক্লায়েন্ট খোঁজার জন্য ফেস বুকের বিভিন্ন গ্রুপে আমাদের ডিজাইন গুলো পোষ্ট করবো।
আপনার ডিজাইনের মূল্য হিসেবে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত নিতে পারবেন। আর আপনি যদি আরো বেশি টাকা ইনকাম করতে চান তাহলে কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে প্রফেশনাল ডিজাইনার হতে হবে।
শুরুতেই যদি আপনি বেশি উপার্জন করতে চান তাহলে কখনো হয়তো সম্ভব হবে না আগে ভালো ডিজাইন করা শিখুন তারপর ইনকাম নিয়ে ভাববেন।